×
  • প্রকাশিত : ২০২১-০১-২৫
  • ৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী দেশে পৌঁছাছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ নামের করোনা টিকার প্রথম চালান। এ চালানে দেশে এসেছে ৫০ লাখ ডোজ টিকা। সোমবার বেলা ১১টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালান এসেছে। এগুলো আনার পর ল্যাবটেস্ট করবে বেক্সিমকো কর্তৃপক্ষ। ৫০ লাখ ডোজ টিকার চালান রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউজে। এদিকে ঢাকার যে পাঁচ হাসপাতালে বুধবার টিকাদান কার্যক্রম শুরু হবে, সেসব হাসপাতালে পূর্বপ্রস্তুতি শুরু হয়েছে। বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালানটি গ্রহণ করবেন। ৫০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান ভারতের পুনে থেকে সড়কপথে আসবে দিল্লিতে। পরে দিল্লি থেকে বিমানে ঢাকায় আনা হবে। পরে ভ্যাকসিন রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউজে। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে টিকার প্রথম চালান ঢাকায় এসে পৌঁছায়। এরপর সেখান থেকে টিকা সরাসরি নেয়া হবে টঙ্গীতে বেক্সিমকোর নিজস্ব ওয়্যারহাউজে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat