×
  • প্রকাশিত : ২০২১-০৪-০৩
  • ৯১৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট আবাসিক হোটেলে নারীসহ হেফাজত নেতা মাওলানা মামুনুল হক অবস্থান করছিলেন 

নিউজ অফ সোনারগাঁও নামক ফেসবুক পেইজ থেকে ঘটনাটি লাইভ দেখানো হয়। পরবর্তীতে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পরে। সেখানে আইন শৃংখলা বাহিনীর সদস্য, এসিল্যান্ড ও সাংবাদিকরা উপস্থিত হলে স্থানীয় জনগণ তাকে তাদের হাতে সোপর্দ করেন।

লাইভ ভিডিওতে দেখা যায়, রয়েল রিসোর্ট আবাসিক হোটেলের ৫০১ নাম্বার রুমে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক উক্ত নারীকে নিয়ে অবস্থান করছেন। তবে তিনি সেই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছে। এদিকে সাংবাদিকরা বলছে তিনি দুই বার পালানোর চেষ্টা করেছিল। 

পুলিশ জানায়, প্রথমে স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের হোটেল কক্ষেই জিজ্ঞাসাবাদ শুরু করে।

তবে মামুনুল হক দাবি করেন, তিনি অবসরকালীন সময় কাটাতে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে এসেছেন।  

এই মুহূর্তে হোটেল কক্ষে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছেন। নারায়ণগঞ্জ জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোশাররফ হোসেনের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat