×
  • প্রকাশিত : ২০২১-০৩-০২
  • ৯৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক


সস্ত্রীক কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি ও তার স্ত্রী রাহাত আরা বেগম সোমবার সকাল দশটার দিকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন।

শারীরিক কোনো সমস্যা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সকাল দশটায় নিয়েছি, এখন রাত দশটা বাজে এ পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। শরীরে কোনো ব্যথা অথবা জ্বরের ভাব নেই।

তবে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়াটা ভালো লক্ষণ বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যাদের সামান্য জ্বর কিংবা শরীর ব্যথা হয়েছে তাদের ভ্যাকসিনে কাজ করছে বলেই এটা হয়।

সকালে করোনার ভ্যাকসিন নেওয়ার পর বিকেলে ও সন্ধ্যায় দলের সুবর্ণজয়ন্তীর দুটি বড় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব।

এর আগে গত ৩০ জানুয়ারি চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব। ২৫ দিন চিকিৎসা শেষে গত ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, সেখানে বিদেশিদের করোনার ভ্যাকসিন নেওয়ার সুযোগ নেই। দেশে রেজিস্ট্রেশন করে সুযোগ হলে দেশেই ভ্যাকসিন নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat