×
  • প্রকাশিত : ২০২১-০১-১১
  • ৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্য থেকে আরও ৪৩ যাত্রী সিলেটে এসেছেন। বিমানবন্দরে নামার পর তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় উড়োজাহাজে থাকা ৬০ যাত্রীর মধ্যে ৪৩ যাত্রী সিলেটে নামেন। বাকি ১৭ যাত্রী নিয়ে ‌দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে করোনার নতুন ধরন (স্ট্রেইন) সংক্রমণ বৃদ্ধির পর বাংলাদেশ ভ্রমণ–নিষেধাজ্ঞা জারি না করলেও ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরত সব যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি হোটেল নির্ধারণ করা হয়েছে। যুক্তরাজ্যফেরত যাত্রীদের জেলা প্রশাসনের নির্ধারিত হোটেলগুলোয় ১৪ দিন থাকার নির্দেশনা আছে। হোটেলগুলোয় অবস্থানকালে সব খরচ যুক্তরাজ্যফেরত যাত্রীরা বহন করবেন। এ ছাড়া নির্ধারিত হোটেলগুলোয় অবস্থান করতে না চাইলে সরকারি ব্যবস্থাপনায় সিলেট শহরতলির খাদিম বিআরডিটিআইয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

এর আগে দুই দফায় যুক্তরাজ্যফেরত ৬৯ যাত্রী সিলেটে এসে কোয়ারেন্টিনে আছেন। যুক্তরাজ্যফেরত যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট, স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশাসনের সহযোগিতায় বিমানবন্দর থেকে নির্দিষ্ট পরিবহনে করে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, আজ যুক্তরাজ্য থেকে আসা ৪৩ যাত্রীকে প্রশাসনের ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে দুই দফায় যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ৬৯ যাত্রীকে প্রশাসনের ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে পাঠানো হয়। তিনি আরও বলেন, সপ্তাহে সোম ও বৃহস্পতিবার একটি করে ফ্লাইট যুক্তরাজ্য থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে, সপ্তাহে একটি ফ্লাইট সিলেট থেকে যুক্তরাজ্যের উদ্দেশে ছেড়ে যায়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat