×
  • প্রকাশিত : ২০২১-০১-১০
  • ৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মধ্যরাতে বিদ্যুৎহীন হয়ে পড়ে পাকিস্তানে বড় বড় শহরসহ বেশিরভাগ এলাকা। এরপর রাতভর অনিশ্চয়তা। এমন অস্বস্তিকর পরিবেশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

রোববার সকালে কিছু কিছু এলাকায় দীর্ঘ সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, অন্য এলাকাগুলোও আঁধার থেকে আলোয় ফেরায় চেষ্টা করছে। তবে পুরো দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

বিবিসি বলছে, শনিবার মধ্যরাতে পাকিস্তানে বিদ্যুৎ নিয়ে যে কাণ্ড ঘটেছে, সেই একই রকম কাণ্ড দেশটিতে প্রায়ই ঘটে থাকে। কোনো এলাকায় মাঝে মাঝেই বিদ্যুৎ থাকে না। হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠাগুলোতেও অনেক সময় কাজ করতে ডিজেল চালিত জেনোরেটর দিয়ে।

সকালে পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব খান এক টুইট বার্তায় বলেন, বিদ্যুৎ প্রবাহ ব্যবস্থাপনায় ত্রুটির কারণে পাকিস্তানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি জানান, পেশোয়ারসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। অন্য এলাকাগুলোতেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওমর আইয়ুব।

এর আগে ২০১৩ সালে বেলুচিস্তানে পাওয়ার প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পুরোপুরি ভেঙে পড়ে দেশটির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনা। তখনও অন্ধকার হয়ে পড়ে পুরো পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat