×
  • প্রকাশিত : ২০২১-০১-১০
  • ১০৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিনিয়োগকারীদের লেনদেনের চাপ নিতে না পারায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপের লেনদেন কিছুটা সীমিত করা হয়েছে। আগামীকাল থেকে লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিট ও লেনদেনের শেষ ৩০ মিনিট ডিএসইর মোবাইল অ্যাপে লেনদেন করা যাবে না। অর্থাৎ লেনদেনের শুরু ও শেষ মিলিয়ে ৪৫ মিনিট অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারবেন না বিনিয়োগকারীরা।
ডিএসইর পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই বলছে, কাল ১১ জানুয়ারি থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইর অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ কারণে দিনের মোট সাড়ে ৪ ঘণ্টার লেনদেনের মধ্যে বিনিয়োগকারীরা পৌনে ৪ ঘণ্টা মোবাইল অ্যাপে লেনদেনের সুযোগ পাবেন। সকাল সোয়া ১০ টাকা থেকে বেলা ২টা পর্যন্ত বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপে লেনদেনের সুযোগ পাবেন।

শেয়ারবাজারে দিনের লেনদেন শুরু হয় সকাল ১০ টায়। বিরতিহীনভাবে একটানা তা চলে বেলা আড়াইটা পর্যন্ত। সাধারণত লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিট ও শেষ ৩০ মিনিটে বিনিয়োগকারীদের দিক থেকে শেয়ার কেনাবেচার চাপ থাকে সবচেয়ে বেশি। এ কারণে ডিএসইর লেনদেনব্যবস্থার ওপর চাপ তৈরি হয়। এতে স্বাভাবিক লেনদেন কার্যক্রম ব্যাহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat