×
  • প্রকাশিত : ২০২১-০১-০৫
  • ৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা নামক স্থানে নেত্রকোনাগামী যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হয়েছেন।

গত রবিবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু।

নিহতদের স্বজন আলী হোসেন জানান, শুক্রবার (১ জানুয়ারি) মাওলানা ফারুক হোসেনের স্ত্রী মাসুমা খাতুন বাচ্চা প্রসব করেন ময়মনসিংহ নগরীর লিবার্টি প্রাইভেট হাসপাতালে। তারা নবজাতক পুত্র সন্তানকে নিয়ে রবিবার বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেছে। ঘটনার জন্য দায়ী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গত রবিবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহজালাল পরিবহনের একটি বাস নেত্রকোনাগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার সাত জন মারা যান।

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানান, বাসচালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুতগতির কারণেই বাসটি অটোরিকশাকে চাপা দেয়। 

এদিকে ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও চালককে এখনো আটক করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat