×
  • প্রকাশিত : ২০২০-১২-২৩
  • ১৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পাকা বাড়ি পাচ্ছে লালমনিরহাটের ৯শ ৭৮ গৃহহীন পরিবার। আগামী ৩০শে ডিসেম্বর এসব বাড়ি তাদের কাছে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ এই উপহার পেয়ে খুশি ভূমিহীন পরিবারগুলো।

ভূমিহীন আকলিমা বেওয়া।  স্বামীহারা ১২ সন্তানের জননী এই নারীর ঠাঁই ছিল হাতীবান্ধার আমঝোল গ্রামের এই ঝুপড়ি ঘরে। শ্রমিক সন্তানদের মায়ের দেখভালের সামর্থ্য নেই। তাই কষ্ট ছিল সীমাহীন। কিন্তু, প্রধানমন্ত্রীর দেয়া পাকা বাড়ি ও দুই শতক জমির খবরে যেন খুশির শেষ নেই তার। সুবিধাভোগী আকলিমা বেওয়া বলেন,'আগে তো আছিলাম কষ্টে, কিন্তু সরকার দিলো ঘর। সুখ, খুব খুশী হয়েছি আমরা।'

শুধু আকলিমা নয়, তার মতো লালমনিরহাটের ৯শ ৭৮টি দরিদ্র গৃহহীন পরিবার মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে পাচ্ছেন পাকা বাড়ি। এতে উচ্ছ্বসিত তারা। তারা জানান,'বিদ্যুৎ, পাকা রাস্তা, আমরা অনেক খুশী। আনন্দ লাগছে। আমরা দালান পাচ্ছি। শেখের বেটির জন্য দোয়া করি। আল্লাহপাক যেন তাকে আরও তৈফিক দান করেন।'
সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে খাস জমি খুঁজে কাজটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। সময়মতো কাজ শেষ করার পাশাপাশি মান ঠিক রাখতে তদারকি করছে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। লালমনিরহাট হাতীবান্ধার সহকারী কমিশনার (ভূমি) শামিমা সুলতানা বলেন,'সাময়িকভাবে তাদেরকে একটু জায়গাটা খালি করে দিতে হবে। সেখানেই তাদের জন্য বাড়ি নির্মান হচ্ছে। খাস জমিতে এখনও পর্যন্ত বাড়ি নির্মাণে সক্ষম হয়েছি।'

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান,'কাজের অগ্রগতি ভালো। প্রধানমন্ত্রীর যে ঘোষণা, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে পারবো।'
তবে, আদিতমারীসহ বেশ কিছু জায়গায় উঠেছে অনিয়মের অভিযোগ। যদিও জেলা প্রশাসকের দাবি, কাজে অনিয়মের কোন সুযোগ নেই। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন,'নিয়মিত মনিটরিং করছি এবং নিম্নমানের কাজের কোন সুযোগ নেই। সেটা হলে কাজ বন্ধ করে দিবো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে নিয়মিত ভিটিও কনফারেন্সীং এর মাধ্যমে যোগাযোগা করছি।'

লালমনিরহাটে ৫ হাজার ৮শ ১৩টি গৃহহীন পরিবার রয়েছে। পর্যায়ক্রমে সবাইকেই এই প্রকল্পের আওতায় আনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat